ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

শীতের সবজি শিম

ফটো: আবু বকর সিদ্দিকী, ফটো স্টোরি: আব্দুল্লাহ আল নোমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
শীতের সবজি শিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শীতের সবজি শিম। সিলেটের গোলাপগঞ্জের রাখালগঞ্জ ও লক্ষণাবন্দ এলাকার মাঠ পরিপূর্ণ হয়ে আছে শিমের মাচায়।

দৃষ্টি সীমানা পেরিয়েও মাচা ভর্তি শিমের বাগান লক্ষ্য করা যায়।



শুধু মাঠেই নয়, রয়েছে সড়কের পাশেও শিমের মাচা। আর তাতে ধরেছে থোকায় থোকায় শিম। শুধু কৃষক নয়, দেখে মন জুড়ায় পথিকেরও।



পরিপক্ক হয়েছে শিম। বিক্রি করতে হবে। বাজারজাত করতে মাচা থেকে শিম সংগ্রহ করছেন চাষিরা।



শুধু পরুষরাই নন, নারী চাষিদের যত্নেও গড়ে উঠেছে এক একটি শিমের বাগান।


বিক্রির জন্য ঠেলাগাড়ি ভর্তি শিম নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাজারে।



প্রতিদিন সকালে জমে ওঠে সিলেটের গোলাপগঞ্জের রাখালগঞ্জ ও লক্ষণাবন্দের গ্রামীণ (অস্থায়ী) সবজি বাজার।



বাজারে আনার পর ঠেলা থেকে নামিয়ে স্তূপাকারে রাখা হয় শিম। অপেক্ষার প্রহর গোণা হয় পাইকারদের জন্য।



অপেক্ষার প্রহর শেষ। এসেছেন পাইকাররা। কিনে নিয়ে যাচ্ছেন শিম।



বিক্রি হয়ে যাওয়া শিম বস্তায় ভর্তি করছেন পাইকাররা।



এক পাইকার পরম যত্নে সাজাচ্ছেন তার শিমের বস্তা।


হাট থেকে কেনা শিম এভাবেই বস্তা ভর্তি করে নিয়ে যান পাইকরারা।  

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এনইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।