ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

আয়নাতে এই মুখ...

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আয়নাতে এই মুখ...

ঢাকা: আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে দেখতে কে না পছন্দ করে! প্রাণীদের ক্ষেত্রে সচরাচার এটা যদিও দেখা যায় না। সুযোগও তাদের কম।

কিন্তু কোনো প্রাণী যদি আচমকা এসে পড়ে আয়নার সামনে, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে?

সম্প্রতি রাজহাঁসের ক্ষেত্রে ঘটেছে এমন একটি ঘটনা।

রাজহাঁসটি জীবনে প্রথমবারের মতো আয়না দেখছে। খুঁটিয়ে খুঁটিয়ে দশ মিনিট ধরে আয়নায় নিজেকে দেখলো সে। নিজের রূপের জন্য যেনো গর্বিত সে!

তুষারসাদা এ রাজহাঁসটির নাম গ্লোরিয়া। ইংল্যান্ডের বাকিংহামশায়ারের ব্রাউনলো বেড অ্যান্ড ব্রেকফাস্টে (বিঅ্যান্ডবি) প্রতিদিনের অতিথি সে।


বিঅ্যান্ডবি-এর ম্যানেজার ডেবি স্মিথ জানান, সেদিন গ্যারেজে বিশাল আয়না রাখা ছিলো। পরিষ্কারের জন্য বাইরে আনা হয়েছিলো আয়নাটি। গ্লোরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছিলো।

আয়নায় গ্লোরিয়া কী দেখছিলো তা বুঝতেই হয়তো ভালোভাবে নিজেকে নিরীক্ষণ করছিলো। জানান ৪৯ বছর বয়সী স্মিথ।


গ্লোরিয়ার চিৎকার শুনে স্মিথ ভেতর থেকে বেরিয়ে আসেন। প্রথমে তিনি ভেবেছিলেন গ্লোরিয়া হয়তো খাবার পেয়েছে বলে এভাবে ডাকছে।

কিন্তু দেখা গেলো আয়নায় নিজেকে দেখে প্রীত হওয়‍ার অ‍াত্মপ্রকাশ এটি।


নিজেকে দেখে সে এতটাই অভিভূত যে পা থেকে মাথা পর্যন্ত ঘুরে ঘুরে দেখছিলো সাদা রাজহংসী গ্লোরিয়া।

স্মিথ জানান, সে রোজই খাবারের সন্ধানে এখানে আসে। গ্লোরিয়া খুবই বন্ধুভাবাপন্ন। তবে নারী এ হাঁসটির এখন শুধু প্রয়োজন এক যোগ্য সঙ্গী!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।