ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

৭৫ কেজির পাথর মাথায় নিয়ে সাইক্লিং!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
৭৫ কেজির পাথর মাথায় নিয়ে সাইক্লিং!

ঢাকা: মানুষের যে কতরকম দক্ষতা তা বলে বোঝানো আসলেই মুশকিল!

মাথায় ভারী পাথর নিয়ে সাইকেল চালানো মোটেও সহজ কাজ নয়। একে তো মাথার ওপর থেকে পাথর পড়ে না যায় সেদিক খেয়াল রাখা, অন্যদিকে সাইকেল বেগতিক হলো কিনা লক্ষ্য রাখা।



৫২ বছর বয়সী ঝাং জুনমু রোজই এ কাজ করেন। দু’টি পাথরখণ্ড মাথায় দিয়ে সাইক্লিং করেন তিনি।   পাথর দু’টির মোট ওজন ৭৪ কেজি।

গত পাঁচ বছরে ঝাং প্রতিদিনই এই ওজনদার পাথর মাথায় নিয়ে সাইকেল চালাচ্ছেন। তাও আবার যেই সেই দূরত্বে যান না, দশ কিলোমিটার তিনি এভাবে সাইকেল চালান।

উহান ইভনিং নিউজকে ঝাং জানান, প্রথম প্রথম পাথর মাথায় নিয়ে সাইকেল চালাতে চেষ্টা করতাম। কিন্তু এখন আমি এভাবে চালাতেই অভ্যস্ত হয়ে গেছি।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।