ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

পরিচ্ছন্নকর্মীদের জন্য শীতের স্কার্ফ বুনলো শিক্ষার্থীরা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পরিচ্ছন্নকর্মীদের জন্য শীতের স্কার্ফ বুনলো শিক্ষার্থীরা

ঢাকা: কেন্দ্রীয় চীনের ঝেংঝুতে সম্প্রতি অ‍াকস্মিকভাবে তাপমাত্রা অনেক নেমে যায়। তীব্র ঠাণ্ডা আবহাওয়া থাকার পরও প্রতিদিনের মতো সেদিনও শহরের পরিচ্ছন্নকর্মীরা রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন।



ভীষণ ঠাণ্ডায় ওম দিতে শহরের একটি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী দল এসব পরিচ্ছন্নকর্মীদের জন্য উলের স্কার্ফ বোনেন।
ওইদিনের মধ্যেই সড়ক পরিচ্ছন্নকর্মীদের হাতে পৌঁছে যায় প্রায় পাঁচশোর মতো উলের স্কার্ফ।

নর্থ চীনা ইউনিভার্সিটি অব ওয়াটার রিসোর্স অ্যান্ড ইলেক্ট্রিক পাওয়ারের প্রায় তিনশো ছাত্র-ছাত্রী মিলে এ সেবায় নিয়োজিত ছিলেন।  
ঝাং গুয়োয়্যু স্বেচ্ছসেবী শিক্ষার্থীর একজন। তিনি জানান, এবার নিয়ে গত তিন বছর ধরে এ বিশ্ববিদ্যালয়ের সেচ্ছসেবী দল সড়ক পরিচ্ছন্নকর্মীদের জন্য শীতের স্কার্ফ তৈরি করে আসছেন।  

যদিও স্বেচ্ছাসেবী ছাত্রীদের তুলনায় ছাত্ররা উল বোনায় একটু পিছিয়ে। তবে মেয়েরা বরাবরই ছেলেদের টুকিটাকি বুনন টিপস দিয়ে সাহায্য করেন।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।