ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

পনিরের তৈরি যিশুর জন্মদিন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
পনিরের তৈরি যিশুর জন্মদিন!

ঢাকা: প্রথমত জিউস, এরপর চিউজ! গ্ল‍স্টারশায়ারবাসী ফুড আর্টিস্ট প্রুডেন্স স্টেইটি, চিজ দিয়ে তৈরি করেছেন যিশু খ্রিস্টের জন্মগ্রহণের দৃশ্য।

কী অবিশ্বাস্য সুন্দর জন্মদিন ছিলো যিশু খ্রিস্টের! ৪০ কেজি চেডার পনির কার্ভ করে সেরা এ শিল্পকর্মটি তৈরি হয়েছে।



পনির দিয়ে তৈরি স্কাল্পচারে রয়েছে মেরি, নবজাত যিশু ও জোসেফ। আরও রয়েছে দুটো গাধা, দুটো ভেড়া, একটি গরু, সদ্য জন্মানো যিশুর জন্য উপহার হাতে থ্রি ওয়াইজ ম্যান।  

যিশুর জন্মোৎসবের পুরো দৃশ্যটি তৈরিতে স্টেইটির সময় লেগেছে পাঁচদিন। পনিরের স্ট্যাচুকে দাঁড় করাতে ব্যবহৃত হয়েছে ককটেল স্টিক।  

৩৬ বছর বয়সী স্টেইটি জানান, একটু জটিল পদ্ধতি ও উপকরণ  হওয়ায় পুরো স্কাল্পচারটি তৈরি করা সত্যিই ছিলো বিরাট চ্যালেঞ্জ।

সবচেয়ে কঠিন ছিলো মেরি ও জোসেফের চেহারা ফুটিয়ে তোলা। কিন্তু নিজের কাজে স্টেইটি সন্তুষ্ট।

বিশেষ প্রক্রিয়ায় পনিরকে নরম করে আঙুলের সাহায্যে এক একটি চরিত্র নির্মাণ করেছেন স্টেইটি। তারপর ফ্রিজে রেখে শক্তপোক্ত করার পরই ডিসপ্লেতে দেওয়া হয়েছে স্কাল্পচারটি।

প্রতিটি চরিত্রের চেহারার ভাঁজগুলোকে নিখুঁত করে ফুটিয়ে তোলার সময় স্টেইটি ব্যবহার করেছেন ম্যাগনিফাইং গ্লাস।

ইংল্যান্ডের উইনক্যানটন ভিত্তিক চিজ ব্র্যান্ড পিলগ্রিম’স চয়েজের সংশ্লিষ্টতায় এ স্কাল্পচারটি স্টেইটি তৈরি করেন। মায়াময় স্কাল্পচারটি পিলগ্রিম’স চয়েজ ম্যানচেস্টারের চিল ফ্যাক্টরে ডিসপ্লে করেছে।

বলাই বাহুল্য, আসন্ন বড়দিন সামনে রেখেই এ উদ্যোগ। পিলগ্রিম’স চয়েজের এক মূখপাত্র জানান, গত বছরও যিশু খ্রিস্টের জন্মদিন নিয়ে একটি স্কাল্পচার তৈরি হয়েছে। সে সময় স্কাল্পচার তৈরি হয়েছিলো আলু দিয়ে।

তবে পনির তো, তাই এবারের বড়দিনটি বেশ ইয়াম্মিই কাটবে বলে মনে হচ্ছে পিলগ্রিম’স চয়েজ প্রতিষ্ঠানটির।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।