ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

তাপদাহের পর এক পশলা স্বস্তির বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুন ৪, ২০২০
তাপদাহের পর এক পশলা স্বস্তির বৃষ্টি বৃষ্টি নামছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: টানা কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে ওষ্ঠাগত জনজীবনে স্বস্তি দিতে এক পশলা বৃষ্টির ছোঁয়া পেয়েছে নারায়ণগঞ্জবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আকাশে মেঘের কালো ছায়ার পর শুরু হয় বৃষ্টি। তীব্র গরমে নাভিশ্বাস উঠা নগরবাসী কিছুটা হলেও বৃষ্টিতে স্বস্তি পেয়েছে।

শহরের চাষাঢ়ায় রিকশাচালক আব্দুল কুদ্দুস মিয়া বাংলানিউজকে বলেন, এই কয়দিন গরমে একেবারে নাজেহাল অবস্থা। প্রতিদিন রোদের মধ্যেই রিকশা চালাই। আর রাতে গরমে ঘুমাতে পারি না। দুপুরে বৃষ্টি নামায় শান্তি লাগছে।

শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা নাহিন মুজতবা সোহান বাংলানিউজকে বলেন, গত কয়দিন ধরে অসহনীয় গরম পড়েছে। আজ বৃষ্টি নামায় স্বস্তি পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।