ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় অভিযানে ৪টি হরিণের চামড়া জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
পাথরঘাটায় অভিযানে ৪টি হরিণের চামড়া জব্দ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট থেকে অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড।  

রোববার (৩১ মার্চ) রাত ১০টার দিকে জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জাহিদুল ইসলাম জানান, পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চারটি হরিণের চামড়া জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

তিনি আরও জানান, জব্দ করা হরিণের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।