ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভাতিজাদের’ আর্জেন্টিনাকে সমর্থন দিতে বললেন ডিপজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
‘ভাতিজাদের’ আর্জেন্টিনাকে সমর্থন দিতে বললেন ডিপজল মনোয়ার হোসেন ডিপজল

ফিফা ওয়ার্ল্ড কাপের এবারের আসরের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় আর্জেন্টিনা। এ কারণে দলটির ভক্তদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে।

তবে হতাশায় না ভুগে ভাতিজাদের (ভক্তদের) আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা বলেছেন খল-অভিনেতা ডিপজল।

ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আর্জেন্টিনার সমর্থক। তিনি তার ভক্তদের (ভাতিজা) উদ্দেশ্যে বলেন, আমি একবাক্যে বলবো আর্জেন্টিনাকে পছন্দ করি। খেলা যারা পছন্দ করেন তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন, সমর্থন করবেন। ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে। সকল ভাতিজাদের আর্জেন্টিনার সমর্থন করার আহ্বান জানাচ্ছি।

‘আহো ভাতিজা আহো’ ডিপজলের জনপ্রিয় একটি সংলাপ। এই সংলাপের সুরেই তিনি প্রিয় দলকে সমর্থনের আহ্বান জানান।   

মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে মুক্তির অপেক্ষায়ও রয়েছে কয়েকটি সিনেমা। নতুন বছরে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।