ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্রাজিল সমর্থকদের জার্সি উপহার দেবেন জেনিফার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
ব্রাজিল সমর্থকদের জার্সি উপহার দেবেন জেনিফার মারজান জেনিফার

আর মাত্র ঘণ্টা কয়েক অপেক্ষা, এরপরই শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। কাতারে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র জ্বরে এখন কাবু দেশের মানুষজন।

পিছিয়ে নেই তারকা শিল্পীরাও।

প্রিয় দলকে সমর্থন জানিয়ে এবার জার্সি উপহার দেওয়ার ঘোষণা দিলেন ‘মুসাফির’খ্যাত চিত্রনায়িকা মারজান জেনিফার। তিনি জানান, তার পছন্দের দল ব্রাজিল। আর এই দলের সমর্থকদের উপহার স্বরূপ ১০০টি জার্সি দেবেন তিনি।  

মারজান জেনিফারের ভাষ্য, ১০০টা ব্রাজিলের জার্সি গিফট করব। যারা ব্রাজিলের সমর্থক, তারা আগামী ২৩ নভেম্বর শোরুমে এসে নিয়ে যাবেন (পুলিশ প্লাজা)। অবশ্যই মনে প্রাণে ব্রাজিলের সাপোর্টার হতে হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমার মধ্যদিয়ে রূপালি ভুবনে পা রাখেন মারজান জেনিফার। আশিকুর রহমান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।