ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সব দিকে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব: ওমর সানী 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
সব দিকে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব: ওমর সানী  ওমর সানী-মৌসুমী

শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। নিজ নিজ পছন্দের দেশকে সমর্থন করতে জার্সি, পতাকা ও ফুটবল নিয়ে প্রস্তুত দেশের ফুটবল প্রেমীরা।

দেশের তারকারাও পছন্দের দলের জার্সি পরে সামাজিকমাধ্যমে জানান দিচ্ছেন উন্মাদনার কথা।

জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি ওমর সানী-মৌসুমী। তারা ব্রাজিল সমর্থক। শনিবার (১৯ নভেম্বর) অভিনেতা ওমর সানী তার ফেসবুকে ছবি শেয়ার করার মাধ্যমে এ কথা জানিয়েছেন।

ছবিতে সানী ও মৌসুমীকে দেখা যাচ্ছে ব্রাজিলের জার্সি পরে আছেন। আর মৌসুমীর হাতে একটি ফুটবল। ক্যাপশনে সানী লেখেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বায়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল, পিছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব। ’

এই মন্তব্যের ঘরে ইদতোমধ্যেই শুরু হয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের কমেন্ট যুদ্ধ। ব্রাজিল সমর্থকরা সানীকে শুভেচ্ছা জানালেও আর্জেন্টিনার সমর্থকরা বলছেন, ‘ঠিক নাই, সবদিকে আর্জেন্টিনা। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।