ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসিন জাহানকে নিয়ে অশ্লীল পোস্ট, ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
হাসিন জাহানকে নিয়ে অশ্লীল পোস্ট, ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

সামাজিক মাধ্যমে হাসিন জাহানকে নিয়ে করা পোস্টগুলো মুছে ফেলার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে ভারতের হাইকোর্ট।  

হাসিন জাহান ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির স্ত্রী এবং উঠতি অভিনেত্রী।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

মোহাম্মদ শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের বনিবনা নেই। দু’জন এখন আলাদা থাকেন। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন সামি। পাল্টা নিজের মতামত প্রকাশ করেন তার স্ত্রীও। এ নিয়ে তাদের বিবাদ আরও একবার সামনে আসে। এরপর অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেছেন শামির অনুগামীরা। সে কারণে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন হাসিন জাহান।  

বৃহস্পতিবার মামলাটির শুনানি হয়। শুনানির পর পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।  

হাসিন জাহানের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, হাসিন জাহান একজন উঠতি অভিনেত্রী। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অশালীন পোস্ট করা শাস্তিযোগ্য অপরাধ ও মানহানির শামিল। পুলিশ তার অভিযোগ তদন্ত করে কোনো ব্যবস্থাই নেয়নি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।