ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘খুব যতনে’ নিয়ে ফিরলেন ফারহানা রনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
‘খুব যতনে’ নিয়ে ফিরলেন ফারহানা রনি

দীর্ঘদিন পর গানে ফিরলেন কণ্ঠশিল্পী ফারহানা রনি। প্রায় এক যুগ পর প্রকাশ করলেন ‘খুব যতনে’ শিরোনামের একটি গান।

আশিক মাহমুদের কথায় এই গানের সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ।  

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টি আর মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে রোমান্টিক ধাঁচের গানটির ভিডিও। এতে ফারহানা রনির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন টি রহমান।

গানটি প্রসঙ্গে রনি বলেন, এক যুগেরও বেশি সময় পর নিজস্ব মৌলিক গানে ফেরা হলো। সবাই আমাদের এই গানটি শুনবেন এবং দেখবেন। আশা করি নিরাশ হবেন না। ভালোবাসা দিবসে এটি সবার মনে ভালোবাসার জায়গা করে নেবে এটাই প্রত্যাশা।

গানটির ভিডিওর শুটিং হয়েছে বান্দরবনে। ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর শেহজাদ।  

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফারহানা রনি গানের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি থাকেন সুইডেনে। সেখানে বসেও বাংলা গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে প্রায় এক যুগ পর নতুন গান নিয়ে হাজির হলেন এই শিল্পী।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।