ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে সাবরিনা-আকাশের ‘প্রেমের দেশে’ 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আসছে সাবরিনা-আকাশের ‘প্রেমের দেশে’  আকাশ-সাবরিনা

ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হতে যাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের নতুন গান। শিরোনাম ‘প্রেমের দেশে’।

রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ।

অভিনেতা ও গীতিকার শাওন খান অর্কের কথায় গানটি সুর করছেন কলকাতার গায়ক ও সুরকার আকাশ সেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ।  

এ প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ভালোবাসা দিবসে উপলক্ষে শ্রোতাদের কথা মাথায় রেখে রোমান্টিক গান নিয়ে আসছি। গানের কথা ও সুর শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে এর ভিডিও নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে কাজটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।  

এ প্রসঙ্গে আরেফিন আকাশ বলেন, গানের কথা, সুর ও কম্পোজিশন মিলিয়ে ভিন্নধর্মী একটি গান ‘প্রেমের দেশে’। এছাড়াও খুব সুন্দর লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। আশা করি, গানটি দর্শকদের পছন্দ হবে।

গানটির ভিডিওতে মডেল হয়েছে কণ্ঠশিল্পী সাবরিনা ও আকাশ। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। চিত্রধারণ করেছেন বিকাশ সাহা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।  

জানা গেছে, রোববার (১৩ ফেব্রুয়ারি) সাবরিনা বশিরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।