ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত তরুণকে কোলে করে হাসপাতালে নিলেন সোনু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
সড়ক দুর্ঘটনায় আহত তরুণকে কোলে করে হাসপাতালে নিলেন সোনু

বলিউড অভিনেতা সোনু সুদ আবারো মহত্ত্বের পরিচয় দিলেন। সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে কোলে করে হাসপাতালে নিয়ে গেছেন তিনি।

এতে ছেলেটির প্রাণ বেঁচে যায়।  

সামাজিক মাধ্যমে সে সময়কার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা অভিনেতাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন।

ঘটনাটি মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাতের। ভারতের পাঞ্জাবের মগা জেলায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হন।  ঘটনাচক্রে ওই রাস্তা দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন সোনু সুদ। দুর্ঘটনাটি দেখে গাড়ি থেকে নেমে ওই আহত তরুণকে কোলে তুলে নেন সোনু এবং  নিজের গাড়িতে করে হাসপাতালেও নিয়ে যান।  

বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই তরুণের।  চিকিৎসক জানিয়েছেন, আপাতত বিপদ থেকে মুক্ত তিনি।  ফোনে ওই তরুণের খোঁজ খবরও রাখছেন সোনু সুদ।  

উল্লেখ্য, ২০২০ সালে করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা পান সোনু সুদ। তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন 'মসিহা'। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী। মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতেও উদ্বুদ্ধ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।