ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুপুরে উধাও হয়ে গভীর রাতে ফেরত এলো নোরার অ্যাকাউন্ট

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
দুপুরে উধাও হয়ে গভীর রাতে ফেরত এলো নোরার অ্যাকাউন্ট নোরা ফাতেহি

বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফাতেহি। ভক্তদের মনে শরীরী আবেদনের মাদকতা ছড়িয়েছেন এই মরোক্কান সুন্দরী।

সামাজিকমাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা রীতিমতো ঈর্ষনীয়।  

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় নোরার অ্যাকাউন্টের সব পোস্ট। তবে গভীর রাতেই আবার ফিরে আসে নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

শুক্রবার হঠাৎ করেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব পোস্ট উধাও হওয়ায় দুশ্চিন্তায় পরে গিয়েছিলেন নোরার ভক্তরা। হঠাৎ করেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণ জানিয়েছেন নোরা নিজেই।

বলিউডের এই আইটেম কন্যা এক পোস্টে লেখেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। সকাল থেকেই কেউ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছিল।  

পাশাপাশি দ্রুত অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নোরা।

বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় আইটেম গার্ল নোরার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩৭ মিলিয়নেরও বেশি। নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে আসায় আপাতত স্বস্তিতে তার ভক্তরাও।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।