ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়ের ছবি দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
মেয়ের ছবি দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন কাজল কাজল ও তার মেয়ে নাইসা

একের পর এক বলিউড তারকারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সে তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী কাজল।

 

তবে আক্রান্ত হওয়ার খবরটি ভিন্নভাবে দিয়েছেন তিনি। সাধারণভাবে কোনো লেখা বা নিজের ছবি দিয়ে নয়, বরং মেয়ে নাইসার ছবি পোস্ট করে কাজল জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ।

ছবির ক্যাপশনে এই তারকা লেখেন, ‘আমি পজিটিভ হয়েছি। কিন্তু আমি সত্যিই চাই না আমার লাল ফোলা নাক কেউ দেখুক, তাই পৃথিবীর সবচেয়ে এই সুন্দর হাসি থাকুক। ’ 

কাজলের মেয়ে নাইসা বর্তমানে পড়াশোনা জন্য সিঙ্গাপুরে রয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ায় আলাদা ঘরে থাকতে হচ্ছে তাকে। এমন সময় তিনি মেয়ে নাইসাকে খুব মিস করছেন বলে জানিয়েছেন। তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি তার মেয়েরই, তাই সেই ছবিটিই পোস্ট করে নিজের খারাপ লাগার বিষয়টি ভোলার চেষ্টা অভিনেত্রীর।

তবে শারীরিকভাবে কাজল কতটা অসুস্থ সেটা এখনো স্পষ্ট করে জানাননি।

কাজের দিক থেকে কাজল রেবতী পরিচালিত ‘দ্য লাস্ট হুড়ড়ে’ সিনেমার কাজ করছিলেন। এছাড়াও তার হাতে আরো বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।