ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত শাবনাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
করোনা আক্রান্ত শাবনাজ নাইম-শাবনাজ

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ।  শনিবার (২২ জানুয়ারি) করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসাতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

রোববার (২৩ জানুয়ারি) নাইম ও তার স্ত্রী শাবনাজের যৌথভাবে পরিচালিত ফেসবুকে পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।  

এদিন সন্ধ্যায় দু’জনের একসঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে নাইম ক্যাপশনে লেখেন, ‘আপনারা সবাই শাবনাজের সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসাতেই সবার থেকে আলাদা আছে। গতকালকে জ্বর ছিল, গতকালকেই পরীক্ষা করে দেখি কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে। ’

একই সঙ্গে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে শাবনাজের জন্য দোয়াও চাওয়া হয়েছে।

এদিকে গত নভেম্বরে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন নাইম। তখন তার বাইপাস সার্জারি হয়েছিল, বর্তমানে তিনি সুস্থ আছেন।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন নাইম-শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। তাদের সংসারে রয়েছেন দুই কন্যাসন্তান।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।