ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা জটিলতা নিয়ে হাসপাতালে বাহুবলীর ‘কাটাপ্পা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
করোনা জটিলতা নিয়ে হাসপাতালে বাহুবলীর ‘কাটাপ্পা’ সত্যরাজ

দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’র তুমুল আলোচিত চরিত্র ‘কাটাপ্পা’র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন কিংবদন্তি অভিনেতা সত্যরাজ। কিন্তু পর্দা কাঁপানো এই তারকা এখন ভালো নেই।

সম্প্রতি তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তার শরীরে জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, করোনা পজিটিভ আসার পর সত্যরাজ নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। কিন্তু তার শরীরে জটিলতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন তার ভক্তরা। এই অভিনেতার সুস্থতা কামনা করে অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।