ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৪ জন তারকা বিচারক নিয়ে রুবায়েতের রিয়্যালিটি শো 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
১৪ জন তারকা বিচারক নিয়ে রুবায়েতের রিয়্যালিটি শো 

বিজ্ঞাপন নির্মাতা রুবায়েত মাহমুদ প্রথমবার পরিচালনা করছেন বিগ বাজেটের একটি রিয়্যালিটি শো। এর বিচারক হিসেবে একসঙ্গে রয়েছেন ১৪ জন দেশবরেণ্য তারকা!

নাচ, গান, ফুটবল স্ট্রাইক, বিটবক্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রতিভা খুঁজে বের করছে ফ্ল্যাগশিপ ট্যালেন্টহান্ট শো ‘টফি স্টার সার্চ’।

সম্প্রতি এর কার্যক্রম শুরু হয়েছে।  

এতে সারাদেশ থেকে মোট ৪০০ জন প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন পর্বে বাছাই করে এখন চলছে সেরা ৭ বাছাইয়ের প্রক্রিয়া।  

এ প্রসঙ্গে পরিচালক রুবায়েত মাহমুদ বলেন, প্রথমবারের মত বিগ বাজেটের রিয়্যালিটি শো পরিচালনা করছি আমি। এখানে অংশ নেওয়া প্রতিযোগীদের প্রতিভা দেখে আমি রীতিমত চমকে যাচ্ছি। তবে এটুকু বলবো, এত বিশাল আয়োজনের শো পরিচালনা করতে পেরে বেশ ভালো লাগছে।

প্রতিযোগীদের নির্বাচনের দায়িত্বে থাকা ১৪ জন তারকার জুরি প্যানেলে রয়েছেন- মামুনুর রশীদ, আব্দুন নূর সজল, আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়া, প্রতীক হাসান, জিনাত শানু স্বাগতা, শতাব্দী ওয়াদুদ, খৈয়াম শানু সন্ধি, ঊর্মিলা শ্রাবন্তি কর, দেবাশীষ বিশ্বাস, নিশিতা বড়ুয়া, সাকিব চৌধুরী, আবু হায়াত মাহমুদ ও ফারজানা করিম।  

এছাড়া জুরি প্যানেলের বাইরে বিচারক হিসেবে রয়েছেন -তারিক আনাম খান, দিলারা হানিফ পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী। এছাড়াও সংগীত পরিচালনায় রয়েছেন চিরকুটের জাহিদ নিরব।

অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব এরইমধ্যে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় আরটিভিতে। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রিয়্যালিটি শো’টির গ্র্যান্ড ফিনালে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।