ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত মহেশ বাবুু 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
করোনায় আক্রান্ত মহেশ বাবুু  মহেশ বাবু

করোনায় আক্রান্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। সামাজিকমাধ্যমে করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছেন এ অভিনেতা নিজেই।

 

নিজের ইনস্টাগ্রামে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মহেশ জানিয়েছেন, সব রকমের সতর্কতা নেওয়ার পরও আমি কোভিড পজিটিভ। তবে আমি ভালো আছি। চিকিৎসকের পরামর্শ মতোই চিকিৎসা চলছে। কোভিডের সমস্ত প্রোটোকল মেনে চলছি।  

তিনি আর লেখেন, গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি।  

এ তারকার এই পোস্ট দেখা মাত্রই অনুরাগী থেকে তারকা মহলের অনেকেই তার আরোগ্য কামনা করেছেন।

বেশ কয়েকদিন দুবাইয়ে ছিলেন মহেশ বাবু। সম্প্রতি দেশে ফিরে করোনা পরীক্ষার করার পর রিপোর্ট পজিটিভ আসে মহেশের। পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপন করতে দুবাই গিয়েছিলেন মহেশ বাবু। তবে মহেশ আক্রান্ত হলেও স্ত্রী নম্রতা ও সন্তানদের রিপোর্ট এখনও আসেনি।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।