ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বছর শুরুতে দেবের নতুন ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বছর শুরুতে দেবের নতুন ঘোষণা দেব

নতুন বছরে কোন তারকা কী করবেন, তা নিয়ে কাটছে তাদের ব্যস্ততা। পিছিয়ে নেই ওপার বাংলার অভিনেতা দেব।

ডিসেম্বরে মুক্তি পেয়েছে এই নায়কের ‘টনিক’। সিনেমাটি দিয়ে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। হাউজফুল গিয়েছিলে সিনেমাটির শো। এর মধ্যেই নতুন বছরের শুরুতে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি।  

সামাজিক মাধ্যমে দেব লেখেন, ‘প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফের আসছি ২০২২-এর ২৩ ডিসেম্বর আমাদের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে। ’

তিনি জানান, তার পরবর্তী সিনেমার নাম ‘প্রজাপতি’। তবে সিনেমাটিতে অভিনেতার সঙ্গে আর কাকে কাকে পর্দায় দেখা যাবে সেটা জানাননি।

‘টনিক’-এর মুখ্য চরিত্রে দেব ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। আলাদা দুই প্রজন্মের এই দুই তারকার অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া, রজতাভ দত্ত এবং আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।