ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ব্যালেরিনা সাজে ইনস্টা মাতালেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ব্যালেরিনা সাজে ইনস্টা মাতালেন জ্যাকুলিন

ভক্তদের জন্য বড় ধরণের উপহার আনছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে ৩৫ বছর বয়সী এ বলিউড অভিনেত্রী চোখ ধাঁধানো কিছু ছবি শেয়ার করে তেমন বার্তাই দিলেন।

 

ব্যালেরিনা সাজে অনন্য অবতারে ধরা দিয়েছেন জ্যাকুলিন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পরপরই রীতিমতো হইচই পড়ে গেছে। শুধু ভক্তরা নয়, সহকর্মীদের কাছ থেকেও বার্তা পাচ্ছেন অভিনেত্রী।

দীর্ঘদিন ফিটনেস নিয়ে কাজ করেন অভিনেত্রী শিল্পা শেঠি। জ্যাকুলিনের নতুন ছবিতে সবার আগে কমেন্ট তিনিই করেছেন। তিনি বলেন, ‘উফ্! তোমাকে বিস্ময়কর লাগছে। ’ ইয়ামি গৌতমের কাছেও অসাধারণ লেগেছে।  

মূলত জ্যাকুলিন ফার্নান্দেজের আগামী সিনেমা ‘শি রক্স লাইফ’-এর টিজার হিসেবে এই ছবিগুলো প্রকাশ করেছেন অভিনেত্রী। ড্যান্স বা ফিটনেস হবে এই সিনেমার মূল প্রতিপাদ্য বিষয়।  

তবে ছবির রহস্য উন্মোচন করেননি জ্যাকুলিন। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘শিগগিরই আসছে’।  

আরেক ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একসঙ্গে আমরা বেড়ে উঠি। শিগগিরই আসছে ‘শি রক্স লাইফ’।  

‘শি রক্স লাইফ’র অফিসিয়াল ইনস্টাগ্রামে একে বর্ণনা করা হয়েছে এভাবে, ‘আপনি অন্যরকম উজ্জ্বল হয়ে ওঠেন যখন আপনি প্রকৃতপক্ষেই সুখী। ’ 

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।