ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালতামামি ২০২০

২০২০ সালে হলিউডের আলোচিত ২০ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
২০২০ সালে হলিউডের আলোচিত ২০ সিনেমা

হলিউড মানেই প্রতিবছর বিশ্বকাঁপানো একঝাঁক সিনেমা আর বছরজুড়ে বিশ্বের কোটি কোটি দর্শকের উচ্ছ্বাস-আলোচনা-সমালোচনা। কিন্তু করোনার থাবা এবার খোদ হলিউডকেই যেন থমকে দিয়েছে।

২০২০ সালে করোনা মহামারির থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে যে খাত, তার মধ্যে সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে। এ বছর হলিউড, বলিউড থেকে শুরু করে ঢালিউড পর্যন্ত সকল ইন্ডাস্ট্রিই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে করোনার কারণে।

বছরের শুরুতেই দারুণ কিছু সিনেমা মুক্তি পায় হলিউডে। মার্চ মাসে বৈশ্বিক মহামারি ছড়িয়ে পড়লে থমকে যায় নতুন সিনেমার মুক্তি। নির্মাণাধীন বহুল আলোচিত সিনেমার কাজও থেমে যায়। তবে এরপরও কিছু সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার সুযোগে এ বছর দারুণ জনপ্রিয়তা লাভ করে ওটিটি প্ল্যাটফর্মগুলো। আর সেখানে ওয়েবসিরিজ ও সিনেমা দুটোই খুব উপভোগ করছেন দর্শক।  

বছরের শেষভাগে নতুন স্বাভাবিকে সিনেমা হল খুলতে শুরু করে। কিছু কিছু সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এর মধ্যে সাড়া জাগিয়েছে ‘টেনেট’ ও ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’।

দেখে নেওয়া যাক ২০২০ সালে দর্শকদের রেটিংয়ে সেরা সিনেমা কোনগুলো:
১। প্যারাসাইট (রেটিং ৪.১)
২। ১৯১৭ (রেটিং ৪.১)
৩। ওয়ান্ডার ওম্যান ১৯৮৪ (রেটিং ৪.২)
৪। টেনেট (রেটিং ৪.১)
৫। দ্য আউটপোস্ট (রেটিং ৩.৯) 
৬। অনওয়ার্ড (রেটিং ৩.৮)
৭। দ্য ইনভিজিবল ম্যান (রেটিং ৩.৮)
৮। বার্ডস অব প্রে (রেটিং ৩.৮)
৯। লিটল উইমেন (রেটিং ৩.৮)
১০। দ্য জেন্টলমেন (রেটিং ৩.৭)
১১। জোজো র‌্যাবিট (রেটিং ৩.৭)
১২। অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড (রেটিং ৩.৭)
১৩। ট্রলস ওয়ার্ল্ড ট্যুর (রেটিং ৩.৬)
১৪। অ্যান্টেবিলাম (রেটিং ৩.৪)
১৫। ডুলিটল (রেটিং ৩.৪)
১৬। দ্য সিক্রেট: ডেয়ার টু ড্রিম (রেটিং ৩.৩)
১৭। গ্রিনল্যান্ড (রেটিং ৩.৫)
১৮। ব্লাডশট (রেটিং ৩.৪)
১৯। সনিক দ্য হেজহগ (রেটিং ৩.৪)
২০। ব্যাড বয়েজ ফর লাইফ (রেটিং ৩.৪)

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।