ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে রজনীকান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামে রজনীকান্ত তামিল সুপারস্টার রজনীকান্ত

তামিল সুপারস্টার রজনীকান্তের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন তিনি।

তাই তাকে হাসপাতাল থেকে বাসায় ফেরার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আরও ৭দিন বাসায় বিশ্রামে থাকতে হবে এই মহাতারকাকে।

শরীরে রক্তচাপ গুরুতর পর্যায়ে হেরফের হতে থাকলে গত শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় থালাইভাকে। তবে রক্তচাপ সংক্রান্ত সমস্যা এখন তা নিয়ন্ত্রণে। তাই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। কিন্তু চিকিৎসক এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  

রজনীকান্তের প্রায় দুই সপ্তাহ ধরে হায়দ্রাবাদে রয়েছেন। সেখানে তিনি একটি সিনেমার শুটিং করছিলেন। শুটিং সেটের কয়েকজন সদস্যের ইতোমধ্যে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তবে ২২ ডিসেম্বর ওই করোনা টেস্টে রজনীকান্তের কোভিড নেগেটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। চিকিৎসকরাও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।  

করোনার কোনও উপসর্গ দেখা না দিলেও অভিনেতার শরীরে রক্তচাপ গুরুতর পর্যায়ে হেরফের হতে থাকে। তাই আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

‘অন্নাঠি’ সিনেমার শুটিং সেটের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রজনীকান্তের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন তার ভক্তরা। তবে কিংবদন্তি এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির খবরে অনুরাগীদের মাঝে স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।