ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাবানা আজমি বিপদমুক্ত, জানালেন জাভেদ আখতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
শাবানা আজমি বিপদমুক্ত, জানালেন জাভেদ আখতার

ভারতের পুণে থেকে মুম্বাই যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা কতটা গুরুতর সে বিষয়ে জানিয়েছেন তার স্বামী জাভেদ আখতার।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার জাভেদ আখতার জানিয়েছেন, বর্তমানে শাবানা আজমি আইসিইউতে রয়েছেন। তবে তার পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, চিন্তার কোনও কারণ নেই।

শাবানা আজমি ও জাভেদ আখতার

গত ১৮ জানুযারি পুণে থেকে মুম্বাই যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন শাবান আজমি। তবে কোনওক্রমে নিজেকে বাঁচাতে পেরেছেন জাভেদ আখতার।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাকে মহাত্মা গান্ধী মিশন মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরই ৭৫ বছর বয়সী জাভেদ আখতার জানিয়েছেন, বড় কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে শাবানা আজমি

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।