ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুলকের কণ্ঠে ‘লিখে রাখি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
পুলকের কণ্ঠে ‘লিখে রাখি’ পুলক অধিকারী

নতুন গান-ভিডিও প্রকাশ করলেন ক্লোজআপ তারকা ও সূফি ঘরানার গায়ক পুলক অধিকারী।

তার নতুন গানের শিরোনাম ‘লিখে রাখি’। বিরহ ঘরানার গান।

প্রকাশ করেছেন নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

পুলকের নতুন এ গানের কথা সোমেশ্বর অলির। সুর-সংগীতায়োজনে আহামেদ হুমায়ূন। এর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হয়েছেন তুহিন ও চিত্রালী। রয়েছে পুলকের উপস্থিতিও।

গান-ভিডিও ‘লিখে রাখি’ প্রসঙ্গে পুলক বলেন, এটি আমার অনেক পছন্দের একটি গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে ভালো কাজ হয়েছে। ভীষণ রকমের ভালো লাগার কারণে নিজ উদ্যোগে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি গানটি। আশা রাখি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।