ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই বছর পর পিংকি ছেত্রীর নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
দুই বছর পর পিংকি ছেত্রীর নতুন গান পিংকি ছেত্রী

প্রায় দুই বছরের বিরতির পর নতুন গান-ভিডিও নিয়ে ফিরলেন পাওয়া ভয়েস’খ্যাত গায়িকা পিংকি ছেত্রী।

পিংকির নতুন গানের শিরোনাম ‘চলে গেছো’। এর কথা লিখেছেন সোমেস্বর অলি।

সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি। পুরো ভিডিওতে পিংকি ছেত্রীর আবেগী আবেদন, মন খারাপের বহিঃপ্রকাশ ইতোমধ্যেই মুগ্ধ করেছেন দর্শকদের।
 
নতুন গান এবং ভিডিও নিয়ে পিংকি বলেন, অনেক দিন সময় নিয়ে নতুন এই কাজটি আমার ভক্ত-শ্রোতাদের উপহার দিলাম। প্রকাশের পর দর্শক- শ্রোতাদের অনেক প্রশংসা পাচ্ছি। এটাই আমার স্বার্থকতা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘চলে গেছো’। এছাড়া গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস’র ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এর আগে ২০১৮ সালে পিংকির কণ্ঠে সবশেষ প্রকাশ পায় ‘দেখা হবে’ শিরোনামের গান। এটি প্রকাশ পায় ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।