ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাঁচ বছর পর শিহাব শাহীনের সিনেমা, অভিনয়ে অপূর্ব-ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
পাঁচ বছর পর শিহাব শাহীনের সিনেমা, অভিনয়ে অপূর্ব-ফারিয়া অপূর্ব-ফারিয়া

পাঁচ বছর পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘ছুঁয়ে দিলে মন’খ্যাত নির্মাতা শিহাব শাহীন। এটি নির্মাণ করবেন ‘যদি..কিন্তু..তবুও’ নামে। 

সিনেমাটিতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

নির্মাতা বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু করবো। এরই মধ্যে শিল্পীদের বিষয়টি চূড়ান্ত করেছি। তবে এটি বড় পর্দায় নয়, ছাড়া হবে অনলাইন প্ল্যাটফর্মে। ভারতীয় ভিডিও স্ট্রিমিং সাইট জি-ফাইভ’র জন্য সিনেমাটি নির্মাণ করছি।

অপূর্ব-ফারিয়া ছাড়াও ‘কিন্ত..যদি..তবুও’তে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা প্রমুখ।

রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে নির্মিত হচ্ছে এ সিনেমা। আগামী পহেলা বৈশাখী সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।