ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘লেট ম্যান’ সালাউদ্দিন লাভলু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
‘লেট ম্যান’ সালাউদ্দিন লাভলু

সম্প্রতি উত্তরায় শুটিং হলো বিশেষ নাটক ‘লেট ম্যান’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, সায়লা সাবি, আকাশ রনজন, সদীপ দে প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, লাভলুর সব কাজে দেরি হয়। পড়ালেখা, ক্যারিয়ার এমন কি প্রেম- সবকিছুতেই দেরি হওয়ার কারণে তিনি হতাশ।

গোদের ওপর বিষফোঁড়ার মতো তিনি ফেঁসে যান এক খুনের কেসে। সায়লা সাবি তাকে বলে, খুনের দায় স্বীকার করতে হবে। তিনিও রাজি হয়ে যান।  এই নিয়ে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা।  

নাটকের দৃশ্যে সালাউদ্দিন লাভলু ও সায়লা সাবি

একই সঙ্গে লাভলুর বাবা চান, তার ছেলে হবে এলাকার কাউন্সিলর। কিন্তু কাউন্সলর হতে হলে যে শিক্ষাগত যোগ্যতা লাগে, তাও তার নেই। তাই নতুন করে এ বয়সে পড়ালেখা শুরু করেন তিনি।  এভাবে এগোতে থাকে নাটকের গল্প।

মৃত্তিকা প্রোডাকশন হাউজের ব্যানারে রোমান্টিক কমেডির আবহে নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচারের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।