ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিটিভির গান আলাপনে আসছেন তপু ও কোনাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বিটিভির গান আলাপনে আসছেন তপু ও কোনাল

বাংলাদেশ টেলিভিশনের সংগীত বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় ও নন্দিত কণ্ঠশিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন নন্দিত দুই সংগীতশিল্পী তপু ও কোনাল। 

অনুষ্ঠানের আগামী পর্বে এই দুই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কথা বলেছেন নিজেদের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা গানচিত্র সম্পর্কে। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।

 

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন ‘বাংলা আধুনিকগানকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি বরাবরের মতো এই পর্বটিও দর্শক উপভোগ করবেন। ’

শাহজালাল সরদার শিমুলের প্রযোজনা এবং সাজেদুর রহমান রুবেলের সম্পাদনায় ‘গান আলাপন’র এই পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।