ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রেয়ার কণ্ঠে রাজ চক্রবর্তীর সিনেমার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
শ্রেয়ার কণ্ঠে রাজ চক্রবর্তীর সিনেমার গান শ্রেয়ার কণ্ঠে রাজ চক্রবর্তীর সিনেমার গান

পশ্চিবঙ্গের নন্দিত চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী নির্মাণ করেছেন ‘ধর্মযুদ্ধ’ নামের সিনেমা।  তার নির্মিত অন্যান্য সিনেমা থেকে এটিই একেবারেই ভিন্ন গল্পের বলে জানিয়েছেন এই নির্মাতা।

গত ৬ ডিসেম্বর প্রকাশ্যে আসে সিনেমাটির টিজার। সেটি দর্শকের নজরও কেড়েছে।

এবার প্রকাশ পেয়েছে এ সিনেমার ‘তুমি যদি চাও’ গানের টিজার, যেটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ইন্দ্রদীপ দাশগুপ্ত’র সুরে গাওয়া এ গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রেয়া। সবার মধ্যে এ গান ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। তার স্বামীর চরিত্রে দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে। এছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্ত প্রমুখ।  

‘ধর্মযুদ্ধ’ তৈরি হয়েছে পদ্মনাভ ও রাজ চক্রবর্তীর যৌথ গল্পে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চলতি বছরের ২০ মার্চ মুক্তি পাচ্ছে এ সিনেমা।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।