ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার সৃজিতকে জরিমানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এবার সৃজিতকে জরিমানা সৃজিতের সঙ্গে মিথিলা

বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন পশ্চিমবঙ্গের নন্দিত নির্মাতা সৃজিত মুর্খাজি। এবার তিনি আলোচনায় এলেন জরিমানার কবলে পড়ে।

হ্যাঁ, শুটিংয়ে ড্রোন ওড়ানোয় সৃজিতকে জরিমানা গুণতে হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতের জলপাইগুড়িতে তাকে ২০ হাজার রুপি জরিমানা করা হয়।

পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবরটি প্রকাশ করেছে।

জানা গেছে, জলপাইগুড়ির লসা রেঞ্জের পানঝোড়া বস্তি লাগোয়া জঙ্গল এলাকায় হচ্ছিলো ফেলুদা ওয়েব সিরিজের শুটিং। পাশেই মূর্তি নদী। নদীর পাশেই ড্রোন উড়িয়ে নেওয়া হচ্ছিল বিভিন্ন শট। এসময় বনবিভাগের দুই কর্মী শুটিং করতে বাধা দেন টিম ‘ফেলুদা ফেরত’কে। সাময়িকভাবে ব্যাহত হয় সিনেমার শুটিং।

বনবিভাগের এক কর্মকর্তা বলেন, শুটিংয়ের সময় সেখানে ড্রোন ওড়ানোর কোনো অনুমতি ছিল না। বন দপ্তরের কর্মীরা ড্রোন ওড়াতে দেখে বিষয়টিতে বাধা দেন। নিয়মমাফিক জরিমানাও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।