ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ পেলেন যারা সেরা অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সেরা অভিনেত্রী কীর্তি সুরেশ উপ-রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন

ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো। সম্মানজনক এই পুরস্কার বিজয়ীদের নাম চলতি বছরের আগস্ট মাসেই ঘোষণা দেওয়া হয়েছিল। এবার সেরা অভিনয়ের পুরস্কার পেয়েছেন আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল ও কীর্তি সুরেশ। সেরা হিন্দি চলচ্চিত্র ‘আন্ধাধুন’ আর সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে ‘এক যে ছিল রাজা’ পুরস্কৃত হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেদকর।

তবে এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। অথচ এবার চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের জন্য তার নামই ঘোষিত হয়েছে। অবশ্য অনুষ্ঠানের আগেই তিনি টুইটারের মাধ্যমে জানান, জ্বরের কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

জেনে নিন কারা পেলেন ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন) এবং ভিকি কৌশল (উরি)
সেরা অভিনেত্রী: কীর্তি সুরেশ (মহানটি)
সেরা পার্শ্ব অভিনেতা: সানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সুরেখা সিক্রি (বধাই হো) 
সেরা পরিচালক: আদিত্য ধর (উরি)
সেরা চলচ্চিত্র: হ্যালারো (গুজরাটি)
সেরা হিন্দি চলচ্চিত্র: আন্ধাধুন
সেরা বাংলা চলচ্চিত্র: এক যে ছিল রাজা
সেরা চলচ্চিত্র (সমালোচক): ব্লাসে জনি (মালয়ালম) ও অনন্ত বিজয় (হিন্দি) 
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কাসাব
সেরা শিশুতোষ চলচ্চিত্র: সরকারি. হাই. প্রা. শালে কাসারাগোডু 
সেরা শিশুশিল্পী: পিভি রোহিথ (অন্দালা ইরাদালা), সামিপ সিং (হারজিতা), তালহা আরশাদ রেশি (হামিদ), শ্রীনিবাস পোকালে (নাল)
সেরা সংগীতশিল্পী (পুরুষ): অরিজিৎ সিং (বিনতে দিল, পদ্মাবত)
সেরা সংগীতশিল্পী (নারী): বিন্দুমণি (মায়াবী মানাবে, নতিচরমি) 
সেরা সংগীত পরিচালনা: সঞ্জয়লীলা বানসালি (পদ্মাবত)
সেরা আবহ সংগীত: ‘উরি’
সেরা সিনেমাটোগ্রাফি: এমজে রাধাকৃষ্ণ (ওলু, মালয়ালম)
সেরা প্রোডাকশন ডিজাইন: কাম্মারা সম্ভবান
সেরা মেকআপ আর্টিস্ট: রঞ্জিত (ও)
সেরা কস্টিউম ডিজাইন: রাজশ্রী পাত্নায়েক, বরুণ শাহ এবং অর্চনা রাও (মহানটি)
সেরা স্পেশাল ইফেক্টস: ‘ও’ এবং ‘কেজিএফ’
সেরা কোরিওগ্রাফি: কৃতী মহেশ মিদায়া এবং জয়তি ডি তোম্মার (ঘুমার, পদ্মাবত) 
সেরা সংলাপ: তারিখ (বাংলা)
স্পেশাল জুরি পুরস্কার: কেদারা (বাংলা), হ্যালারো (গুজরাটি)

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।