ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (দক্ষিণ) ২০১৯: সেরা হলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (দক্ষিণ) ২০১৯: সেরা হলেন যারা

দক্ষিণ ভারতীয় সিনেমার জন্য ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (সাউথ) দেওয়া হলো রোববার (২১ ডিসেম্বর)। বার্ষিক এই জাঁকজমক আয়োজনে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় সিনেমার সেরা পারফর্মারদের হাতে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। দেখে নিন কারা আছেন সেই সেরাদের তালিকায়। 

তেলুগু:
সেরা সিনেমা – মহানটি
সেরা পরিচালক – নাগ অশ্বিন (মহানটি)
সেরা অভিনেতা (জনপ্রিয়) – রামচরণ (রঙ্গস্থলম)
সেরা অভিনেতা (সমালোচক) – দুলকার সালমান (মহানটি)
সেরা অভিনেত্রী (জনপ্রিয়) – কীর্তি সুরেশ (মহানটি)
সেরা অভিনেত্রী (সমালোচক) – রেশমিকা মনডানা (গীত গোবিন্দম)
সেরা পার্শ্ব অভিনেতা – জগপতি বাবু (অরবিন্দ সমেত বীর রাঘব)
সেরা পার্শ্ব অভিনেত্রী – অনুসূয়া ভরদ্বাজ (রঙ্গস্থলম)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) – সিদ শ্রীরাম, গান: ইনকেম ইনকেম (গীত গোবিন্দম)
সেরা কণ্ঠশিল্পী (নারী) – শ্রেয়া ঘোষাল, গান: মন্দারা মন্দারা (ভাগমতী) 

তামিল:
সেরা সিনেমা – পারিয়েরুম পেরুমল
সেরা পরিচালক – রাম কুমার (রতসসন)
সেরা অভিনেতা (জনপ্রিয়) – ধনুষ (বাদা চেন্নাই) ও বিজয় সেতুপতি (’৯৬)
সেরা অভিনেতা (সমালোচক) – অরবিন্দ স্বামী (চেক্কা চিবন্ত বাণম)
সেরা অভিনেত্রী (জনপ্রিয়) – তৃষা (’৯৬)
সেরা অভিনেত্রী (সমালোচক) – ঐশ্বর্য রাজেশ
সেরা পার্শ্ব অভিনেতা – সত্যরাজ (কণা)
সেরা পার্শ্ব অভিনেত্রী – শরণ্য পোনবন্নন (কোলামাবু কোকিলা)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) – সিদ শ্রীরাম, গান: হেই পেন্নে (পেয়ার প্রেমা কাধল)
সেরা কণ্ঠশিল্পী (নারী) – চিন্ময়ী, গান: কাথলে কাথলে (’৯৬)

মালয়ালম:
সেরা সিনেমা – সুদানি ফ্রম নাইজেরিয়া
সেরা পরিচালক – লিজো জোস পেলিসারি (ঈ.ম.ঞ)
সেরা অভিনেতা (জনপ্রিয়) – জোজু জর্জ (জোসেফ)
সেরা অভিনেতা (সমালোচক) – সৌবিন শাহির (সুদানি ফ্রম নাইজেরিয়া)
সেরা অভিনেত্রী (জনপ্রিয়) – মঞ্জু ওয়ারিয়র (আমি)
সেরা অভিনেত্রী (সমালোচক) – নিমিষা সজয়ন (ঈড়া)
সেরা পার্শ্ব অভিনেতা – বিনায়কন (ঈ.ম.ঞ)
সেরা পার্শ্ব অভিনেত্রী – সাবিত্রী শ্রীধরন (সুদানি ফ্রম নাইজেরিয়া)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) – বিজয় ইয়েসুদাস, গান: পূমুথোলে (জোসেফ)
সেরা কণ্ঠশিল্পী (নারী) – অ্যানি অ্যামি, গান: আরারো (কুদে)

কন্নড়:
সেরা সিনেমা – কেজিএফ
সেরা পরিচালক – মনসোর (নতিচরমি)
সেরা অভিনেতা (জনপ্রিয়) – যশ (কেজিএফ)
সেরা অভিনেতা (সমালোচক) – সতীশ নিনাসম (অযোগ্য)
সেরা অভিনেত্রী (জনপ্রিয়) – মন্বিতা কমত (তগরু)
সেরা অভিনেত্রী (সমালোচক) – শ্রুতি হরিহরণ (নতিচরমি)
সেরা পার্শ্ব অভিনেতা – ধনঞ্জয় (তগরু)
সেরা পার্শ্ব অভিনেত্রী – শরণ্য (নতিচরমি)
সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) – সঞ্জিত হেগড়ে, গান: শাকুন্তলে সিক্কালু (নাড়ুবে অন্তরবিরলি)
সেরা কণ্ঠশিল্পী (নারী) – বিন্দুমালিনী, গান: ভাবলোকড় (নতিচরমি)

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।