ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবারও প্রভুদেবার ‘মুকাবলা’ গান, স্মৃতিতে ফেরাবে আপনাকেও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আবারও প্রভুদেবার ‘মুকাবলা’ গান, স্মৃতিতে ফেরাবে আপনাকেও নতুন ‘মুকাবলা’ গানের দৃশ্যে প্রভুদেব

ড্যান্স মাস্টার প্রভুদেবার অসাধারণ নাচের সেই ‘মুকাবলা’ গানটির নতুন সংস্করণ নিয়ে এসেছে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। আর এই গানের দৃশ্যায়নেও রয়েছে পুরনো গানের দৃশ্যপটের ছোঁয়া, যা আপনাকে আবারও নব্বইয়ের দশকের স্মৃতিতে ফিরিয়ে নেবে। 

বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমাটি পুরোদমে নাচ ও সংগীতে ভরপুর বিনোদন নিয়ে আসছে আগামী জানুয়ারিতেই।

মুকাবলা গানের পুরনো সংস্করণটি ছিল এ আর রহমানের।

তবে এবার নতুন সংস্করণে কাজ করেছেন তনিষ্ক বাগচী। গানটির শেষের দিকে সেই পুরনো গানের মতোই দেখা গেছে মানুষের অবয়বে সাড়া জাগানো সেই পোশাকের নাচ।

মুকাবলা গানটিতে কণ্ঠ দিয়েছেন যশ নরবেকর ও পরম্পরা ঠাকুর। গানের কথা লিখেছেন শাব্বির আহমেদ ও তনিষ্ক বাগচী।  

দেখুন ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গান ‘মুকাবলা’:

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।