ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধলেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধলেন শ্রদ্ধা কাপুর

প্রথমবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাদের দু’জনকে এক করেছেন নির্মাতা লাভ রঞ্জন। সম্প্রতি নাম ঠিক না হওয়া সিনেমাটিতে তারা দু’জনই চুক্তিবদ্ধ হয়েছেন।

লাভ রঞ্জনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, রণবীর-শ্রদ্ধার সিনেমাটি ২০২১ সালের ১৬ মার্চ মুক্তি পাবে। এটির পরিচালক ও প্রযোজক লাভ রঞ্জন।

তার সঙ্গে সহ-প্রযোজক হয়েছেন অঙ্কুর গার্গ।  

রিটুইট করে শ্রদ্ধাও বিষয়টি নিশ্চিত করে লেখেন, সিনেমাটি নিয়ে আমি খুব রোমাঞ্চিত।

রণবীর কাপুর বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং করছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট। তবে ২০১৯ সালে রণবীরের কোনো সিনেমা মুক্তি পায়নি।  

এদিকে শ্রদ্ধা কাপুর মুক্তি প্রতীক্ষিত ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার প্রচারণায় ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। এছাড়া চলতি বছর তার অভিনীত ‘ছিছোড়ে’ ও ‘সাহো’ মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘সাহো’ ৪শ’ কোটি রুপিরও বেশি আয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছে। এছাড়া ২০২০ সালে টাইগার শ্রফের বিপরীতে ‘বাঘি থ্রি’ নিয়ে হাজির হবে এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।