ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জমে উঠেছে বরুণ-শ্রদ্ধার নাচের লড়াই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
জমে উঠেছে বরুণ-শ্রদ্ধার নাচের লড়াই!

নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জুটির সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার’।

রেমো ডি’সুজা পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে মুখোমুখি অবস্থানে দেখা গেছে বরুণ ও শ্রদ্ধাকে।

দু’জনই একে অন্যের সঙ্গে নাচের লড়াইয়ে মেতে উঠেছেন। তাছাড়া ট্রেলারে নব্বই দশকের জনপ্রিয় গান ‘মোকাবিলা মোকাবিলা’ সঙ্গে নাচতে দেখা গেছে প্রভুদেবাকে।
 
ট্রেলারের শুরুতে বরুণের কণ্ঠে শোনা যায়, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটের প্রতিযোগিতা হোক অথবা নাচের। দু’টাই মজার।

বরুণ-শ্রদ্ধা ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে নোরা ফতেহিকে। সিনেমাটির গল্পে একটি নাচের প্রতিযোগিতায় বরুণ ও শ্রদ্ধাকে পরস্পরবিরোধী প্রতিযোগী দলের সদস্য হিসেবে দেখা যাবে।  

‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘স্ট্রিট ড্যান্সার’। এতে আরও অভিনয় করেছেন নৃত্য পরিচালক ধর্মেশ ইয়েলান্ডে, পুণিত পাঠাক, রাঘব জুয়ালকেও। ২৪ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

***‘স্ট্রিট ড্যান্সার’র ট্রেলার

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।