ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পা-তানিয়ার ঘরে নতুন অতিথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বাপ্পা-তানিয়ার ঘরে নতুন অতিথি

কন্যা সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-অভিনেত্রী তানিয়া হোসাইন। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্তানের জন্ম দেন তানিয়া। মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন বাপ্পা।

সুসংবাদটি জানিয়ে বাপ্পা মজুমদার তার ফেসবুকে অ্যাকাউন্টে লেখেন, আপনাদের সবার আশীর্বাদে আমরা বাবা-মা হয়েছি। মা ও কন্যা দু’জনেই ভালো আছে।

এই তারকা দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। জন্মের আগেই তারা নামটি ঠিক করে রেখেছিলেন বলে জানা যায়।

২০১৮ সালের ১৬ মে পারিবারিকভাবে বাপ্পা-তানিয়ার বিয়ে হয়। একই বছর জুনে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।