ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গুপ্তচর চরিত্রে আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
গুপ্তচর চরিত্রে আয়ুষ্মান খুরানা

চলতি বছর বলিউড তারকা আয়ুষ্মান খুরানার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘আর্টিক্যাল ১৫’ শুধু সমালোচকদের প্রশংসাই পায়নি, বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে। তার অপর সিনেমা ‘ড্রিম গার্ল’ ও ‘বালা’ দুর্দান্ত ব্যবসা করেছে।

প্রতিটি সিনেমায় ‘আন্ধাধুন’খ্যাত এই তারকা নতুন চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সমনে হাজির হন। এবারও ব্যতিক্রম ঘটছে না।

‘আর্টিক্যাল ১৫’র পরিচালক অনুভব সিনহার নতুন সিনেমায় গুপ্তচর চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে আয়ুষ্মান এমন চরিত্র করেননি।

ভারতীয় সংবাদমাধ্যমকে সিনেমাটির সংশ্লিষ্ট সূত্র বলেন, ‘আর্টিক্যাল ১৫’র সাফল্যের পর অনুভব ও আয়ুষ্মান পুনরায় এমন একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে চেয়েছেন। পরিচালক আগের সিনেমার চেয়ে বেশি আকর্ষণীয় গল্প খুঁজতে শুরু করেন। এরপর অনুভব একজন গুপ্তচরের বাস্তব জীবনের গল্প নির্মাণের পরিকল্পনা করেন। আর এই গল্প শুনে আয়ুষ্মান সঙ্গে সঙ্গে রাজী হয়ে যান।

নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং ২০২০ সালে শুরু হবে। তবে এতে আয়ুষ্মানের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

অনুভব সিনহা বর্তমানে ‘থাপ্পড়’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। এতে তাপসী পান্নু ও আয়ুষ্মান জুটি বেঁধে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।