ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার মনোনীত বিদেশি সিনেমার তালিকায় বাদ ‘গালি বয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
অস্কার মনোনীত বিদেশি সিনেমার তালিকায় বাদ ‘গালি বয়’

দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯১তম অস্কার পুরস্কারের জন্য নয়টি ক্যাটাগরিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। ‘বিদেশি ভাষার সিনেমা’ ক্যাটাগরিতে উপমহাদেশ থেকে একমাত্র ‘গালি বয়’ প্রাথমিক তালিকায় বিবেচনাধীন ছিল। তবে সংক্ষিপ্ত তালিকাতেই বাদ পড়েছে এটি।

এবার বিদেশি ভাষার ৯টি সিনেমাকে সংক্ষিপ্ত তালিকায় স্থান দেওয়া হলো। পরবর্তী রাউন্ডে এখান থেকেই চূড়ান্ত বিজয়ী সিনেমা নির্বাচন করা হবে।

শুরুতে ৮৭টি সিনেমা এই ক্যাটাগরিতে বিবেচনাধীন ছিল। এর মধ্যে ছিল রণবীর সিং ও আলিয়া ভাটের ‘গালি বয়’ সিনেমাটিও।

বাংলাদেশ থেকে এবার ‘আলফা’ সিনেমাটি অস্কারের বিবেচনার জন্য পাঠানো হয়। তবে প্রাথমিক তালিকাতেও জায়গা করে নিতে পারেনি সিনেমাটি।

এবার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পাওয়া বিদেশি ভাষার সিনেমাগুলো হলো-

বার্ডস অব প্যাসেজ, কলম্বিয়া
দ্য গিলটি, ডেনমার্ক
নেভার লুক অ্যাওয়ে, জার্মানি
শপলিফটার্স, জাপান
আয়কা, কাজাখস্তান
ক্যাপারনম, লেবানন
রোমা, মেক্সিকো
কোল্ড ওয়ার, পোল্যান্ড
বার্নিং, সাউথ কোরিয়া

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।