ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘টপ গান: মেভরিক’ সিনেমায় আবারও ঝুঁকি নিলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
‘টপ গান: মেভরিক’ সিনেমায় আবারও ঝুঁকি নিলেন টম ক্রুজ

ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করে দর্শকদের শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে নিতে যিনি সবচেয়ে বড় পারদর্শী অভিনেতা তিনি হলেন হলিউড তারকা টম ক্রুজ। ‘টপ গান: মেভরিক’ সিনেমার নতুন ট্রেলারে তিনি আবারও দর্শকদের সেই টানটান উত্তেজনার ঝলক দেখালেন।

আশির দশকের একটি সিনেমার দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল হলো ‘টপ গান: মেভরিক’। সিনেমাটির দ্বিতীয় অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হলো।

এখানে টম ক্রুজকে সেই পুরনো দিনের রূপেই আবার পাওয়া গেছে।  

আরও পড়ুন: আসছে টম ক্রুজের ‘টপ গান: মেভরিক’ 

ট্রেলারটিতে বেশ কিছু মুখ হা করা বিমান উড্ডয়নের দৃশ্য রয়েছে। বারবার তাকে ফাইটার জেট বিমানের মধ্যেই দেখা গেছে। এগুলোর বেশিরভাগই বাস্তবে টম ক্রুজ নিজেই শুট করেছেন, কোন স্ট্যান্টম্যানের সাহায্য নেননি। তাকে এরকম ‘মিশন ইমপজিবল’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা গেছে। সেখানেও কোন স্ট্যান্টম্যানের সাহায্য না নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজেই অনেক দুর্ধর্ষ সাহসিক দৃশ্যে শুট করেছেন টম।  

দেখুন ‘টপ গান: মেভরিক’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।