ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলে গেলেন অভিনেতা-চিত্রনাট্যকার গোলাপুডি মারুতি রাও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
চলে গেলেন অভিনেতা-চিত্রনাট্যকার গোলাপুডি মারুতি রাও গোলাপুডি মারুতি রাও

২৮০টিরও বেশি দক্ষিণী সিনেমার অভিনেতা ও সুপারহিট বহু সিনেমার চিত্রনাট্যকার ও মঞ্চ ব্যক্তিত্ব গোলাপুডি মারুতি রাও মারা গেছেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চেন্নাইয়ে একটি হাসপাতালে তিনি ৮০ বছর বয়সে মারা যান।  

প্রায় তিনশ’ সিনেমায় অভিনয় করলেও মূলত সিনেমার চিত্রনাট্য রচনার জন্যই তিনি বেশি বিখ্যাত।

তার সফল সিনেমারগুলোর মধ্যে ডক্টর চক্রবর্তী, তরঙ্গিনী, সংসারম চধরঙ্গম, কাল্লু ইত্যাদি অন্যতম।  

তেলুগু মঞ্চ নাটকেও তার অপরিসীম অবদান রয়েছে।  

২০১৯ সালের তেলুগু সিনেমা ‘জোড়ি’তে তিনি সর্বশেষ অভিনয় করেছেন।  

১৯৩৯ সালের ১৪ এপ্রিল বিজয়নগরমে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বিশাখাপত্তনমে পড়াশুনা শেষে ১৯৫৯ সালে অন্ধ্র প্রভা নামের এক দৈনিক পত্রিকায় কাজ শুরু করেন। এরপর দুই দশক তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেন। এর পাশাপাশি তিনি কলামিস্টও ছিলেন।  

তার মৃত্যুতে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর শোক প্রকাশ করেছেন।  

সুপারস্টার মহেশ বাবু তার টুইটারে লেখেন, ‘তার হঠাৎ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান অতুলনীয়। আমরা এক মহামূল্যবান সম্পদ হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে থাকুন, স্যার। ’

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।