ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দশ বছর পর ছোট পর্দায় ফিরছেন পার্নো মিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
দশ বছর পর ছোট পর্দায় ফিরছেন পার্নো মিত্র পার্নো মিত্র

লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনাতে দশ বছর পর ধারাবাহিক নাটকের ফিরছেন পার্নো মিত্র।

ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন পার্নো। এটি একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক।

এতে গ্রাম থেকে শহরে আসা একটি লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা গেছে, সাংবাদিকের চরিত্রে দেখা যাবে পার্নো’কে। স্টার জলসার নতুন এই এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করবেন ঋষি কৌশিক।  

পার্নো মিত্রের টেলিভিশনে যাত্রা শুরু হয়েছিল রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিকটি দিয়ে। এরপর একে একে অভিনয় করেন ‘মোহনা’, ‘বউ কথা কও’, ‘সময়’ নামের ধারাবাহিকে। ২০০৯ সালে ‘সময়’ ছিল তার শেষ ধারাবাহিক।  

এরপর অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেন এবং টেলিভিশন থেকে সরে আসেন।

সেই ধারা অব্যাহত রেখে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘মাছ মিষ্টি অ্যাণ্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘সাহেব বিবি গোলাম’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। কিন্তু সিনেমায় সে অর্থে বড় ধরনের সাফল্য তিনি পাননি।  

কিছু দিন আগে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন পার্নো মিত্র।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।