ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা-উপস্থাপক কপিল শর্মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বাবা হলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা-উপস্থাপক কপিল শর্মা

ভারতীয় অভিনেতা, কমেডিয়ান ও জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’র উপস্থাপক কপিল শর্মা বাবা হয়েছেন। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে কপিল শর্মা এক টুইটবার্তায় এই সুসংবাদ জানান। তিনি লেখেন, ‘একটি কন্যাশিশু লাভ করে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি।

আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। সবার প্রতি ভালোবাসা রইলো। ’

টুইটারে সুসংবাদটি জানানোর সঙ্গেসঙ্গেই তার বন্ধু-শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করতে থাকেন।  

কপিল শর্মা ও তার স্ত্রী গিন্নি চত্রথ গত বছরের ১২ ডিসেম্বর জলন্ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ অনুষ্ঠান দুই ধাপে সম্পন্ন হয়। প্রথমে হিন্দু ঐতিহ্য অনুযায়ী, তারপর আনন্দ-কারাজ উৎসব অনুষ্ঠিত হয় গিন্নির বাড়িতে।  

গর্ভকালীন গিন্নি একবার স্বামীর সঙ্গে কপিল শর্মা শো’তেও উপস্থিত হন। সাধারণত তিনি এই অনুষ্ঠানটির শুটিংয়ের সময় সঙ্গেই থাকেন। কিন্তু গত এক সপ্তাহ তার অনুপস্থিতি সবাইকেই চিন্তায় ফেলেছিল। তবে এই সুসংবাদটি এখন সকলের কাছেই আনন্দ বয়ে এনেছে।  

ঠিক এক মাস আগেই কপিল শর্মা ‘কমিক জিনিয়াস’ হিসেবে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি (আইটিএ) অ্যাওয়ার্ড জয় করেছেন।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।