ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌসুমীর সঙ্গে বাপ্পির ‘শেষ দেখা’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
মৌসুমীর সঙ্গে বাপ্পির ‘শেষ দেখা’!

আরাফাত রহমানের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ দেখা’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা বাপ্পি রাজ।

এর গল্পে দেখা যাবে ধোপা ও গৃহকর্মীর অসম প্রেম। নানা ঘটনা-দুর্ঘটনায় তাদের জীবনে নেমে আসে অনেক প্রতিকূলতা।

 

জানা যায়, ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে খুলনা, বাগেরহাট এবং মংলা বন্দরের বানিয়াশানতা পতিতা পল্লীতে স্বল্পদৈর্ঘ্যটির দৃশ্য ধারণ করা হয়েছে।  

এ প্রসঙ্গে অভিনেতা বাপ্পি রাজ বলেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার পাশাপাশি মংলায় শুটিং করাটা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। বন্দরের বানিয়াশানতা পতিতা পল্লীর নিয়মিত ঘটে যাওয়া প্রতারণা এবং বাস্তবতার গল্পই এর কেন্দ্রবিন্দু। মৌসুমী হামিদ সহশিল্পী হিসেবে বেশ সহযোগিতা করেছেন। এটা মুক্তি পাওয়ার পর আমাদের কাজ কতটা সার্থক হয়েছে তা সবাই বুঝতে পারবেন।  

বুধবার (১১ ডিসেম্বর) ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে ‘শেষ দেখা’ প্রকাশ পাবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।