ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রুনা লায়লার সুরে গাইলেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
রুনা লায়লার সুরে গাইলেন রাহাত ফতেহ আলী খান রাহাত ফতেহ আলী-রুনা লায়লা

ফের বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউডের আলোচিত গায়ক ও পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

রুনা লায়লার সুরে রাহাত ফতেহ আলীর কণ্ঠের ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল।  

নির্মিত হয়েছে এই গানের গল্পনির্ভর ভিডিও।

এতে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও আবু হুরায়রা তানভীর। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পুলক।

আগামী ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গানটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৫ নভেম্বর প্রথমবারের মতো রাহাত ফতেহ আলীর কণ্ঠে বাংলাদেশের একটি গান প্রকাশ পায়। বাংলাদেশী গীতিকবি রবিউল আউয়াল’র কথায় গানটির সুর-সংগীতায়োজন করেন পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফ। গানটি প্রকাশ পায় তারই ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।