ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন এমা স্টোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বাগদান সারলেন এমা স্টোন এমা স্টোন ও ডেভ ম্যাকক্যারি

বাগদান সেরে নিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী হলিউড তারকা এমা স্টোন ও তার দীর্ঘদিনের প্রেমিক ডেভ ম্যাকক্যারি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এমা স্টোনের সঙ্গে একটি ছবিতে বাগদানের আংটি দেখিয়ে বন্ধুদের এই সুসংবাদ জানিয়ে দেন ডেভ।

এমা স্টোন আংটি দেখিয়ে জানান দিলেন তার বাগদানের কথা

দুই বছরেরও বেশি সময় ধরে স্টোন ও ডেভ প্রেম করছিলেন।

এবার প্রণয়কে পরিণয়ে পরিণত করছেন তারা।

জনপ্রিয় স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের পরিচালক ডেভ ম্যকক্যারি। ২০১৬ সালে স্টোন যখন এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন, তখন থেকেই দু’জনের সম্পর্ক গড়ে ওঠে।  

ডেভের আগে স্টোনের সম্পর্ক ছিল অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে। প্রায় চার বছর প্রেম করার পর ২০১৫ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।  

অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোনের আগামী সিনেমা ‘ক্রুয়েলা’ ২০২১ সালে এবং ‘দ্য ক্রুডস ২’ ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।