ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ত্রিভুজ প্রেমের গল্পে ‘তবুও তুমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
ত্রিভুজ প্রেমের গল্পে ‘তবুও তুমি’

থ্রিলার ও ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তবুও তুমি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহীন মাহমুদ। এতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সাঈদ জামান শাওন, আবু হুরাইরা তানভীর ও অভিনেত্রী সারিকা সাবা।

সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে এক ঘণ্টার এই বিশেষ নাটকটির শুটিং শেষ হয়েছে।  

‘তবুও তুমি’ প্রসঙ্গে পরিচালক শাহীন মাহমুদ বলেন, নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে দর্শক এর গভীরতা বুঝতে পারবেন না।

এতে প্রতি ১০ মিনিট পর পর গল্প বাঁক নিয়ে আরেক গল্পে প্রবেশ করেছে। এটি থ্রিলার ও ত্রিভুজ প্রেমের গল্প, যা দর্শককে গতানুগতিক নাটকের থেকে ভিন্ন স্বাদ দিবে। আশা করছি সবার ভালো লাগবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন আনিকা মীম, সাবিহা, দীপক কর্মকারসহ অনেকে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে ‘তবুও তুমি’ নাটকটি বাংলাভিশন টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।