ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানচিত্রে সালেহ বিশ্বাসের ‘নিঠুর প্রিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
গানচিত্রে সালেহ বিশ্বাসের ‘নিঠুর প্রিয়া’ সালেহ বিশ্বাস

সূফী ঘরানার গান নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংগীতশিল্পী সালেহ বিশ্বাস। পাশাপাশি লোক ও ইসলামী সংগীত নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই গায়ক। 

সেই ধারাবাহিকতায় ‘নিঠুর প্রিয়া’ শিরোনামে নতুন গান-ভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন সালেহ। গানের কথা ও সুর করেছেন নাজিম চিশতী।

সংগীতায়োজনে রাজন সাহা।

এই গান প্রসঙ্গে সালেহ বলেন, ‘গানটির মধ্যে অন্যরকম একটা অনুভূতি আছে। কেউ যদি এই গান তার গুরুকে নিয়ে ভাবেন তাও অনুভূত হবে। আবার সচরাচর প্রেমের গান হিসেবে প্রেমিকাকে নিয়েও অনুভব করার গান এটি। ভিডিওতেও তেমন বিষয় দেখানো হয়েছে। আর আমি চেষ্টা করেছি গানটি সুন্দরভাবে গাইবার। সুর-সংগীতায়োজন বেশ ভালো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। ’

সালেহ’র নতুন এই গানের ভিডিও নির্মাণ করেছেন আবীর স্বপ্নবাজ। এতে মডেল হয়েছেন শেয়াবন্তী সেলিনা ও শিমুল খান। আছে সালেহ বিশ্বাসের উপস্থিতিও।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রন’স মিউজিকের ইউটউব চ্যানেলে গান-ভিডিওতে প্রকাশ পেয়েছে ‘নিঠুর প্রিয়া’।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।