ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরিফিন শুভর ‘আহারে’ আসছে টিভি পর্দায় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
আরিফিন শুভর ‘আহারে’ আসছে টিভি পর্দায় 

চলতি বছর ২২ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায় বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘আহারে’। বছর শুরুতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, এবার বছর শেষে এসে মুক্তি পাচ্ছে টেলিভিশন পর্দায়।

আগামী ৮ ডিসেম্বর দুপুর ১টায় ভারতীয় জি বাংলা সিনেমা টিভিতে ‘আহারে’ প্রচার হবে। বাংলানিউজকে বিষয়টি শুভ নিশ্চিত করেছেন।

সিনেমাটিতে একজন স্বনামধন্য শেফের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতের একক প্রযোজনায় কাজ করা এটিই শুভর প্রথম সিনেমা।

রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহারে’ ভারত ছাড়াও চীনে মুক্তি পেয়েছে।

আরিফিন শুভকে সর্বশেষ বড় পর্দায় অভিনয় করতে দেখা গেছে সেপ্টেম্বরে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা মিম।  

এদিকে, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা বর্তমানে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে শুভর লুক বেশ প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।